২২ জানুয়ারি, সোমবার চলতি মরসুমের শীতলতম দিন! এদিন এক ধাক্কায় পারদ নেমে গিয়েছে ১২ ডিগ্রিতে। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, ফুরফুরে উত্তুরে হাওয়ার দাপটে কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে প্রবল ঠান্ডার আমেজ ফিরে এসেছে। সারাদিন আংশিক মেঘাচ্ছন্ন থাকবে আকাশ, তবে বেলা বাড়লে রোদের দেখা মিলতে পারে। এই মুহূর্তে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বললেই চলে।
সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি কম। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১২.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৯৫ শতাংশ।