মঙ্গলবার, চলতি মরসুমের শীতলতম দিন! আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, ফুরফুরে উত্তুরে হাওয়ার জেরে এক ধাক্কায় বেশ কয়েক ডিগ্রি নেমে গিয়েছে তাপমাত্রার পারদ। বিশেষ করে কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে জাঁকিয়ে ঠান্ডার অনুভূতি বজায় থাকছে। ভোরের দিকে কুয়াশার দাপট থাকলেও, বেলা বাড়লে রোদের তেজও বাড়বে। সারাদিন আংশিক মেঘাচ্ছন্নই থাকবে শহর কলকাতার আকাশ। চলতি সপ্তাহে এই ঠান্ডার অনুভূতি অব্যাহত থাকবে বলেই মনে করছেন আবহবিদরা।
মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি কম। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১১.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম৷ বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৯৪ শতাংশ।