Sambad Samakal

Ram Mandir: সকাল হতেই খুলে গেল রামমন্দিরের দরজা, রামলালা দর্শনে ভিড় পূণ্যার্থীদের

Jan 23, 2024 @ 11:21 am
Ram Mandir: সকাল হতেই খুলে গেল রামমন্দিরের দরজা, রামলালা দর্শনে ভিড় পূণ্যার্থীদের

সোমবারই অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তারপরে মঙ্গলবার সকাল থেকেই আম জনতার জন্য খুলে দেওয়া হল মন্দিরের দরজা। ফলে এই মুহূর্তে রামমন্দিরে কার্যত উপচে পড়ছে পূণ্যার্থীদের ভিড়। গোটা অযোধ্যা জুড়ে তৈরি হয়েছে তীব্র যানজট। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয়েছে বিশাল পুলিশবাহিনী।

জানা যাচ্ছে, এদিন ভোরে মঙ্গলারতি হয়েছে রামলালার সামনে। দুপুরে বিশেষ ভোগ নিবেদনের সময়ে সাময়িকভাবে বন্ধ রাখা হবে মন্দিরের দরজা। এরপরে দুপুর থেকে সন্ধ্যে পর্যন্ত আবার রামলালার দর্শন করতে পারবেন পূণ্যার্থীরা।

Related Articles