Sambad Samakal

Suvendu: আগুন জ্বলবে! ডিএ আন্দোলন মঞ্চে গিয়ে কী হুঁশিয়ারি শুভেন্দুর?

Jan 23, 2024 @ 11:58 am
Suvendu: আগুন জ্বলবে! ডিএ আন্দোলন মঞ্চে গিয়ে কী হুঁশিয়ারি শুভেন্দুর?

অবিলম্বে বকেয়া ডিএ’র দাবিতে কলকাতার শহিদমিনারে আমরণ অনশন শুরু করেছেন যৌথ সংগ্রামী মঞ্চের সদস্যরা। মঙ্গলবার সকালে সেই আন্দোলন স্থলে উপস্থিত হয়ে আগুন জ্বালানোর হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এদিন শহিদমিনারে অনশনকারীদের সঙ্গে দেখা করে শুভেন্দু বলেন, “এই অনশনকারীদের যদি কিছু হয়, তাহলে কিন্তু গোটা রাজ্যে আগুন জ্বলবে। এঁদের দিয়ে ভোট লুট করা যাবেনা বলেই দুর্নীতিগ্রস্ত মমতা ব্যানার্জীর এত রাগ। আমি বলেছি, সবকিছু বাদ দিয়ে আপনারা নবান্ন অভিযান করুন, আমি সঙ্গে থাকব।”

শুভেন্দুর এই হুঁশিয়ারি সম্পর্কে তৃণমূল সাংসদ শান্তনু সেনের দাবি, “লোডশেডিং করে জেতা রাজ্যের বিরোধী দলনেতাকে সবাই টিভির পর্দায় ঘুষ নিতে দেখেছে। এখন রাজ্যকে অশান্ত করতেই তিনি এই ধরনের উস্কানিমূলক মন্তব্য করছেন।”

Related Articles