বুধবার সকাল পৌনে ৭টা থেকে দুপুর পৌনে ২টো। একটানা প্রায় সাড়ে ৬ ঘণ্টা তল্লাশি শেষে শেখ শাহজাহানের বাড়ি সিল করে দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জানা যাচ্ছে, শাহজাহানের বাড়ির দেওয়ালে একটি নোটিশ টাঙিয়ে দিয়েছেন তদন্তকারীরা।
নির্দেশ দেওয়া হয়েছে, আগামী ২৯ জানুয়ারি সকাল ১১টায় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে হবে শেখ শাহজাহানকে। হাজিরা না নিলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
ইডি সূত্রে খবর, এদিনের তল্লাশি অভিযানে সেভাবে কিছু উদ্ধার করা যায়নি। তবে আয়কর রিটার্নের ফাইল, বেশ কয়েকটি অরেজিস্ট্রিকৃত দলিল, পঞ্চায়েতে জয়ের সার্টিফিকেট, ভিসা ও কয়েকটি বিমানের টিকিট পাওয়া গিয়েছে বলে খবর।