বুধবার সন্ধ্যায় বর্ধমানের প্রশাসনিক সভা থেকে ফিরেই রাজভবনে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে, রাজ্যপাল সিভি আনন্দ বোসের তরফে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছিল রাজভবনে।
দীর্ঘক্ষণ রাজভবনেই রয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন ঠিক কী কী বিষয়ে দু’জনের মধ্যে কথা হচ্ছে, তা আনুষ্ঠানিকভাবে এখনও জানা যায়নি। তবে মনে করা হচ্ছে, আসন্ন বিধানসভা অধিবেশন, বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ সহ একাধিক বিষয়ে আলোচনা হতে পারে দু’পক্ষের মধ্যে।