চব্বিশের নির্বাচনে ‘একলা’ই চলবে তৃণমূল কংগ্রেস! বুধবার বর্ধমান সফরের আগে নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী কংগ্রেসের আচরণ নিয়ে যে তিনি চরম ক্ষুব্ধ, তাও বুঝিয়ে দিলেন।
এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা জানান, “চব্বিশের নির্বাচনে একলা লড়ার সিদ্ধান্ত আগেই নিয়েছি। বাংলায় কংগ্রেসের সঙ্গে কোনও সম্পর্ক নেই। গোটা দেশে ওরা একাই ৩০০ আসনে লড়ুক! এই যে রাহুলের যাত্রা বাংলায় আসছে, ইন্ডিয়া জোটের শরিক হিসেবে আমাদের জানায়নি। জোট কারও একার নয়! আমরা আঞ্চলিক দলগুলো একসঙ্গেই থাকব।”
প্রসঙ্গত, এদিনই কোচবিহার হয়ে বাংলায় প্রবেশ করছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা। ইন্ডিয়া জোটের বৈঠক এবিষয়ে আলোচনা হলেও, বাংলায় যাত্রা প্রবেশ করার আগে তা জানানো হয়নি তৃণমূলকে। প্রদেশ কংগ্রেসের এহেন আচরণে তিনি যে অত্যন্ত বিরক্ত, তা বুঝিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।