Sambad Samakal

Nisith Pramanik: গুলিকাণ্ডে জামিন পেলেও করতে হবে আত্মসমর্পণ! নিশীথকে কী নির্দেশ হাইকোর্টের?

Jan 25, 2024 @ 1:09 pm
Nisith Pramanik: গুলিকাণ্ডে জামিন পেলেও করতে হবে আত্মসমর্পণ! নিশীথকে কী নির্দেশ হাইকোর্টের?

গুলিকাণ্ডে শেষপর্যন্ত জামিন পেলেও অস্বস্তি থেকেই গেল কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের! বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ নিশীথ প্রামাণিকের জামিন মঞ্জুর করেছে। তবে শর্ত দেওয়া হয়েছে, আগামী ১৫ দিনের মধ্যে নিম্ন আদালতে তাঁকে আত্মসমর্পণ করতে হবে।

প্রসঙ্গত, ২০১৮ সালে কোচবিহারের দিনহাটায় গুলি চালানোর একটি ঘটনায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল নিম্ন আদালত। তার বিরুদ্ধেই সুপ্রিমকোর্ট হয়ে মামলা ফিরেছিল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে।

Related Articles