কারণে-অকারণে বিভিন্ন মামলায় টেনে আনা হচ্ছে নাম! শনিবার সুপ্রিমকোর্টে মেডিক্যাল দুর্নীতি মামলার শুনানিতে সুপ্রিমকোর্টে এমনই অভিযোগ জানালেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অভিষেক মনু সিংভি।
এদিন সুপ্রিমকোর্টে মেডিক্যাল দুর্নীতি মামলার শুনানিতে উপস্থিত ছিলেন অভিষেকের আইনজীবী। এই মামলায় যুক্ত হতে চেয়ে আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে বিভিন্ন মামলায় তাঁর মক্কেলের নাম টেনে আনা হচ্ছ। যে মামলার সঙ্গে তিনি কোনওভাবেই সংযুক্ত নন, সেই মামলাতেও অভিষেকের নাম উদ্দেশ্যপ্রণোদিতভাবে জুড়ে দোওয়া হচ্ছে। শেষপর্যন্ত সুপ্রিমকোর্ট মেডিক্যাল দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যুক্ত হওয়ার অনুমতি দিয়েছেন।