Sambad Samakal

Water Supply: দক্ষিণ কলকাতার কোন কোন এলাকায় বন্ধ জল? স্বাভাবিক হবে কবে?

Jan 27, 2024 @ 10:20 am
Water Supply: দক্ষিণ কলকাতার কোন কোন এলাকায় বন্ধ জল? স্বাভাবিক হবে কবে?

পাম্প ও পাইপের মেরামতির জন্য আজ অর্থাৎ শনিবার দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকাজুড়ে বন্ধ হল পানীয় জলের সরবরাহ। জানা যাচ্ছে, সকাল ১০র পর থেকেই বন্ধ করা হয়েছে জল। অর্থাৎ দুপুরে ও বিকেলে জল পাবেননা আম জনতা। কলকাতা পুরসভার পক্ষ থেকে আগেই এই বিষয়ে নাগরিকদের জানানো হয়েছিল। ফলে কিছুটা হলেও ভোগান্তির শিকার হচ্ছেন নাগরিকরা।

জানা যাচ্ছে, মূলত যাদবপুর, টালিগঞ্জ, বেহালা, গার্ডেনরিচ এলাকায় বন্ধ থাকবে পানীয় জল সরবরাহ। এই এলাকাগুলোর বিভিন্ন ওয়ার্ডে থাকা বুস্টার পাম্পিং স্টেশন ও ক্যাপসুল পাম্পিং স্টেশন থেকে জল সরবরাহ করা হবেনা। তবে রবিবার ভোর থেকেই পানীয় জলের সরবরাহ আবার স্বাভাবিক হয়ে যাবে বলে জানাচ্ছে কলকাতা পুরসভা।

Related Articles