Sambad Samakal

Nitish Kumar: গেরুয়া হাত ধরে ফের বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নীতিশের

Jan 28, 2024 @ 5:52 pm
Nitish Kumar: গেরুয়া হাত ধরে ফের বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নীতিশের

সমস্ত জল্পনা সত্যি করে শেষপর্যন্ত রবিবার বিকেলে গেরুয়া হাত ধরে ফের বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন জেডিইউ সুপ্রিমো নীতিশ কুমার। আরজেডি, কংগ্রেস, বামেদের ‘মহাগঠবন্ধন’ ছেড়ে আরও একবার ‘এনডিএ’ শিবিরে নাম লেখালেন বিহারের ‘পলটুরাম’।

এদিন নীতিশের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও ফোনে কথা বলেন বিহারের মুখ্যমন্ত্রী। চব্বিশের লোকসভা নির্বাচনের আগে নীতিশ কুমারের এই ‘পাল্টি’ বিরোধী শিবিরকে জোর ধাক্কা দিল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

Related Articles