অবিলম্বে সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকে সাত দিনের ডেডলাইন বেঁধে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই বার্তাকে সামনে রেখেই রবিবার পথে নামল দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল কংগ্রেস। কলকাতার মেয়র তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ও রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমারের নেতৃত্বে এদিন গোলপার্ক থেকে হাজরা পর্যন্ত সংগঠিত হল কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল। উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বক্সি, বালিগঞ্জের বিধায়ক বাবুল সুপ্রিয়, যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদার সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা।
মিছিল শেষে হাজরা মোড়ে একটি সংক্ষিপ্ত সভায় কলকাতার মেয়র তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “বিজেপি ভাবছে বাংলাকে আর্থিকভাবে বঞ্চনা করে দমিয়ে রাখতে পারবে। ইডি-সিবিআইয়ের মত কেন্দ্রীয় এজেন্সিকে আমাদের পেছনে লেলিয়ে দেওয়া হয়েছে। কিন্তু বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের লড়াই চলবে।”
রাসবিহারীর বিধায়ক তথা দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস কুমার বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে সাত দিনের সময় বেঁধে দিয়েছেন। এরমধ্যে বকেয়া না মেটালে আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত হবে। প্রতিটি ব্লকে-ওয়ার্ডে মহামিছিল করে আমরা বিজেপির বিরুদ্ধে লড়াইকে আরও তীব্রতর করব।”