Sambad Samakal

Budget 2024: পুরনো বিমানের বদলে ১ হাজার নতুন বিমান! কী ঘোষণা অর্থমন্ত্রীর?

Feb 1, 2024 @ 1:07 pm
Budget 2024: পুরনো বিমানের বদলে ১ হাজার নতুন বিমান! কী ঘোষণা অর্থমন্ত্রীর?

বৃহস্পতিবার অন্তর্বর্তী বাজেট পেশ করে দেশের বিমান পরিষেবা সম্পর্কে আশার কথা শোনালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। জানান, দেশের দ্বিতীয় ও তৃতীয় টিয়ারের শহরগুলোকেও বিমান নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করার কাজ চলছে, যা আগামীদিনে আরও গতি পাবে।

এদিন নির্মলা সীতারামণ বলেন, “এখন আমাদের দেশে ১৪৯টি বিমানবন্দর রয়েছে। একাধিক ভারতীয় বিমান সংস্থা পুরনো বিমান বাতিল করে প্রায় ১ হাজার নতুন বিমান কিনছে। এর ফলে বিমান সফর আরও সস্তা হবে।”

Related Articles