Sambad Samakal

Budget 2024: অপরিবর্তিত আয়কর! বাজেটে কী ঘোষণা অর্থমন্ত্রীর?

Feb 1, 2024 @ 12:08 pm
Budget 2024: অপরিবর্তিত আয়কর! বাজেটে কী ঘোষণা অর্থমন্ত্রীর?

মধ্যবিত্তের সমস্ত আশায় জল ঢেলে অপরিবর্তিতই রইল আয়কর কাঠামো! বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ বাজেট বক্তৃতায় বলেন, যেহেতু এটি অন্তর্বর্তী বাজেট তাই আয়কর সহ সমস্ত কর কাঠামোয় কোনও রকমের পরিবর্তন করা হচ্ছেনা। একই থাকছে সমস্ত ধরনের প্রত্যক্ষ ও অপ্রত্যক্ষ কর কাঠামোও।

এদিন অর্থমন্ত্রী জানান, “আয়কর আদায়ের পরিমাণ ২.৪ গুণ বেড়েছে। এখন ৭ লক্ষ টাকা পর্যন্ত আয়কর দিতে হয়না। খুচরো বিক্রেতাদের আয়করের ঊর্ধ্বসীমা ৩ কোটি টাকা হয়েছে। কর্পোরেট ট্যাক্সের পরিমাণ ৩০ শতাংশ থেকে ২২ শতাংশ হয়েছে।”

Related Articles