Sambad Samakal

Mamata: ভোটে জিততে সবাইকে জেলে ভরছে! ফের বিজেপিকে তোপ মমতার

Feb 1, 2024 @ 1:36 pm
Mamata: ভোটে জিততে সবাইকে জেলে ভরছে! ফের বিজেপিকে তোপ মমতার

ভোটে জিততে সবাইকে জেলে ভরছে! কৃষ্ণনগর থেকে ফের একবার বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন মমতা বলেন, “ভোটে জিততে সবাইকে জেলে ভরছে। আমায় জেলে নিলেও মানুষের পাশে থাকব। আমাদের চোর বলছে! নিজেরা’তো চোরেদের জমিদার! এখন ক্ষমতায় আছে বলে ইডি-সিবিআই নিয়ে ঘুরছে। কাল ক্ষমতা থেকে চলে গেলে, ওরা পাশে থাকবেনা।”

প্রসঙ্গত, জমি কেলেঙ্কারি মামলায় বুধবার রাতেই গ্রেফতার করা হয়েছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের গ্রেফতারির আশঙ্কাও ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে তৃণমূল সুপ্রিমোর এই বার্তা চব্বিশের নির্বাচনের আগে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Related Articles