শুক্রবার ঘোষণা হয়ে গেল রাজ্য বাজেটের দিনক্ষণ। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী ৮ ফেব্রুয়ারি পেশ হবে রাজ্য বাজেট। এরপরে ৯ ও ১০ ফেব্রুয়ারি বাজেটের ওপরে আলোচনা চলবে।
জানা যাচ্ছে, রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুরু হচ্ছে ৫ ফেব্রুয়ারি থেকে। প্রসঙ্গত, এদিন সর্বদলীয় বৈঠকে বিজেপির কোনও প্রতিনিধি না থাকায় কার্যত নিজের ক্ষোভ উগড়ে দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। যদিও গত বিধানসভা অধিবেশনে সাসপেন্ড হওয়া বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাসপেশন এদিন প্রত্যাহার করে নেন স্পিকার স্বয়ং।