Sambad Samakal

LK Advani: ‘ভারতরত্ন’ লালকৃষ্ণ আদবাণী, কী জানালেন প্রধানমন্ত্রী মোদি?

Feb 3, 2024 @ 12:08 pm
LK Advani: ‘ভারতরত্ন’ লালকৃষ্ণ আদবাণী, কী জানালেন প্রধানমন্ত্রী মোদি?

‘ভারতরত্ন’ সম্মানে ভূষিত হতে চলেছেন বর্ষীয়ান বিজেপি নেতা ও দেশের প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবাণী। শনিবার সকালে নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এখবর জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মোদি জানিয়েছন, এই সম্মানের কথা শুনে অত্যন্ত আনন্দ ও সন্তোষ ব্যক্ত করেছে লালকৃষ্ণ আদবাণী। প্রসঙ্গত, রাম জন্মভূমি আন্দোলন থেকে শুরু করে বিজেপির রথযাত্রা, নব্বইয়ের দশকের কার্যত অবিসংবাদী রাজনৈতিক নেতা ছিলেন লালকৃষ্ণ আদবাণী। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুরের পরে আদবাণীকে ‘ভারতরত্ন’ সম্মান দেওয়ার সিদ্ধান্ত নিল মোদি সরকার।

Related Articles