লোকসভা ভোটের আগে একশো দিন সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চিতদের টাকা আদায়ে শুক্রবার থেকে কলকাতার রেড রোডে ধর্নায় বসেছিলেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সেই ধর্না মঞ্চ থেকেই বড়সড় ঘোষণা করলেন তিনি।
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, একশো দিনের কাজ করেও যে ২১ লক্ষ ‘বঞ্চিত’ জবকার্ড হোল্ডার শ্রমিক টাকা পাননি, তাদের টাকা মিটিয়ে দেবে রাজ্য সরকার। আগামী ২১ ফেব্রুয়ারির মধ্যে ২১ লক্ষ ‘বঞ্চিত’র ব্যাঙ্ক অ্যাকাউন্টে শ্রমের টাকা পৌঁছে যাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রবল আর্থিক প্রতিকূলতার মধ্যেও গরীব মানুষের পাশে থাকতেই এই পদক্ষেপ বলে দাবি তাঁর।
এদিন মমতা বলেন, “কেন্দ্রের কাছে ভিক্ষা চাইনা। আমরা আমাদের টাকা দিয়েই বঞ্চিত মানুষের পাশে দাঁড়াব। যে পরিমাণ অর্থ কেন্দ্র প্রতিদিন খবরের কাগজে বিজ্ঞাপন দিতে খরচ করে, সেই টাকাটা দিয়ে দিলেই গরীব মানুষগুলোর টাকা দিয়ে দেওয়া যেত।”