ভেস্তে গেল সরকার ফেলে দেওয়ার চক্রান্ত! আস্থাভোটে ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেনের ওপরেই ভরসা রাখলেন বিধায়করা। সোমবার ঝাড়খণ্ড বিধানসভায় আস্থাভোট অনুষ্ঠিত হয়। ইডি হেফাজতে থেকেও, আদালতের বিশেষ অনুমতিতে বিধানসভায় উপস্থিত হয়েছিলেন হেমন্ত সোরেন।
দুপুরে জানা যায়, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নতুন মুখ্যমন্ত্রী চম্পাই সোরনের পক্ষে ৪৭টি ভোট পড়েছে ও বিপক্ষে ভোট পড়েছে মাত্র ২৯টি। ফলে অত্যন্ত সহজেই নিজেদের সরকার ধরে রাখতে সফল হল জেএমএম, আরজেডি, কংগ্রেস ও বামেদের জোট।