নরেন্দ্রপুরে স্কুলে ঢুকে শিক্ষক-শিক্ষিকাদের ওপর হামলার ঘটনায় ফের হাইকোর্টে প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা! সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু প্রশ্ন তোলেন, ঘটনার এতদিন পরেও এফআইআরে নাম থাকা প্রধান শিক্ষককে কেন গ্রেফতার করা হয়নি? রাজ্যের আইনজীবী জানান, ওই ব্যক্তি ইতিমধ্যেই আগাম জামিনের জন্য আদালতে আবেদন জানিয়েছেন।
পাল্টা বিচারপতি বসু প্রশ্ন তোলেন, আগাম জামিনের আবেদন করল কি পুলিশের গ্রেফতারিতে কোন বাধা থাকে? এবিষয়ে যদিও রাজ্যের পক্ষ থেকে কোনও যুক্তি দেওয়া হয়নি। মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়, অভিযুক্ত প্রধান শিক্ষককে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে। মাধ্যমিক পরীক্ষার পরে ফের হাইকোর্টে এই মামলার শুনানি হবে বলে জানা যাচ্ছে।