সোমবার থেকেই রাজ্য বিধানসভায় শুরু হয়েছে বাজেট অধিবেশন। আর প্রথম দিনেই বিধানসভার গেটের সামনে তুমুল বিক্ষোভ দেখালেন ‘বঞ্চিত’ এসএলএসটি চাকরিপ্রার্থীরা।
এদিন দুপুরে শারীরশিক্ষা ও কর্মশিক্ষার যোগ্য চাকরিপ্রার্থীরা আচমকাই বিধানসভার মূল গেটে সামনে বসে পড়েন। হাতে প্ল্যাকার্ড নিয়ে চাকরির দাবিতে স্লোগান দিতে শুরু করেন। তড়িঘড়ি বিশাল পুলিশবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ব্যাপক ধ্বস্তাধস্তি শুরু হয় চাকরিপ্রার্থীদের সঙ্গে। শেষপর্যন্ত কার্যত চ্যাংদোলা করে পুলিশের গাড়িতে তোলা হয় আন্দোলকারীদের।