মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরের আগেই তড়িঘড়ি রাজধানীতে পৌঁছে গিয়েছিলেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই সোমবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণের সঙ্গে দেখা করে বাংলার নামে ফের নালিশ জানালেন তিনি!
শুভেন্দু জানিয়েছেন, তহবিলের পূর্ণাঙ্গ হিসেব না দেওয়া পর্যন্ত যাতে বাংলার সরকারকে কোনওমতেই ৭ হাজার কোটি টাকা ঋণ দেওয়া না হয়, সেই বিষয়ে অর্থমন্ত্রীকে তিনি অনুরোধ করেছেন। এছাড়াও ক্যাগ রিপোর্টের ওপরে ভিত্তি করে কেন্দ্র যাতে অবিলম্বে তদন্ত শুরু করে সেই বিষয়টিও নির্মলা সীতারামণের সামনে তুলে ধরেছেন শুভেন্দু। তাঁর দাবি, ২০১৬ সালে জিএসটি লাগু হওয়ার পর থেকে পশ্চিমবঙ্গ সরকার কোনও অডিট করায়নি। যতক্ষণ না যথাযথ অডিট রিপোর্ট কেন্দ্রের কাছে জমা দেওয়া হচ্ছে, ততক্ষণ যাতে সমস্ত অর্থ বন্ধ রাখা হয়, সেই কথাও বলেন বাংলার বিরোধী দলনেতা।