বেলগাছিয়ার মিল্ক কলোনিতে বিধ্বংসী অগ্নিকাণ্ড! জানা যাচ্ছে, বুধবার বিকেলে আচমকাই মিল্ক কলোনির সেন্ট্রাল ডেয়ারিতে আগুন লেগে যায়। গোডাউনের যে অংশে প্লাস্টিকের ট্রে রাখা হয়, সেখানেই আগুন লাগে। ফলে দ্রুত পরিস্থিতি জটিল হয়ে ওঠে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যান দমকলমন্ত্রী সুজিত বসু। দমকলের ১২টি ইঞ্জিন এই মুহূর্তে আগুন নেভানোর কাজ করছে। কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরাও কাজ করছেন। দমকলমন্ত্রী সুজিত বসু জানান, আগুন নিয়ন্ত্রণে এলেই কীভাবে অগ্নিকাণ্ড ঘটল, তা খতিয়ে দেখা হবে।