মধ্যপ্রদেশের হারদায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় প্রাণ গেল অন্তত ১২ জনের। বুধবার সকালে জানা যাচ্ছে, এই ঘটনায় আহতের সংখ্যাও শতাধিক। ইতিমধ্যেই ওই বাজি কারখানার মালিককে গ্রেফতার করেছে পুলিশ। গাড়ি করে দিল্লি পালানোর আগেই পাকড়াও করা হয় তাকে।
আর এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি শাসিত মধ্যপ্রদেশ সরকারের বিরুদ্ধে তোপ দেগেছে তৃণমূল কংগ্রেস। মুখপাত্র কুণাল ঘোষ খোঁচা দিয়ে বলেন, এবার এই ঘটনার তদন্ত সিবিআই বা এনআইএ করবে’তো? কারণ বাংলায় যখন বাজি কারখানায় বিস্ফোরণ হয়েছিল, তখন বারবার কেন্দ্রীয় তদন্তের দাবি তুলেছিল বিজেপি।