Sambad Samakal

Sandeshkhali: সন্দেশখালি কাণ্ডে সিটের তদন্তে ‘স্থগিতাদেশ’! কী নির্দেশ প্রধান বিচারপতির?

Feb 7, 2024 @ 1:48 pm
Sandeshkhali: সন্দেশখালি কাণ্ডে সিটের তদন্তে ‘স্থগিতাদেশ’! কী নির্দেশ প্রধান বিচারপতির?

সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযান চালাতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারীরা। সেই ঘটনার তদন্তে রাজয় পুলিশ ও সিবিআইয়ের যৌথ সিট গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। বুধবার সেই নির্দেশের ওপরেই স্থগিতাদেশ জারি করল হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

এদিন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম নির্দেশ দেন, আগামী ৬ মার্চ পর্যন্ত রাজ্য পুলিশ ও সিবিআইয়ের যৌথ তদন্তের ওপরে স্থগিতাদেশ জারি থাকবে। ওই সময়ের মধ্যে কোনওভাবেই তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া যাবেনা। ৬ মার্চ পরবর্তী শুনানিতে এই বিষয়ে চূড়ান্ত রায় ঘোষণা করবে আদালত।

Related Articles