মোদি কেন হিন্দু-মুসলমান করবে! এই রাগে কলকাতার পার্ক সার্কাসে চার নম্বর ব্রিজের মাথায় চড়ে বসলেন এক যুবক! রবিবার সাতসকালে এই ঘটবায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
এদিন সকালে আচমকাই দেখা যায় পার্স সার্কাসেী চার নম্বর ব্রিজের মাথায় এক যুবক দাঁড়িয়ে রয়েছেন। হাতে রয়েছে পতাকা। চিৎকার করে বলছেন, মোদি কেন হিন্দু-মুসলমান করবে? খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকল ও পুলিশবাহিনী। দীর্ঘক্ষণের চেষ্টায় বুঝিয়ে-সুঝিয়ে ওই যুবককে নামিয়ে আনা সম্ভব হয়। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, মানসিক ভারসাম্যহীন ওই যুবকের নাম আনোয়ার।