শেষ কয়েক দিন ধরে লাগাতার উত্তপ্ত সন্দেশখালি। এই পরিস্থিতিতে কড়া অবস্থান নিয়েছে পুলিশ প্রশাসন। গ্রেফতার হয়েছেন সাসপেন্ড হওয়া তৃণমূল নেতা উত্তম সর্দার। আর প্রায় একইসঙ্গে গ্রেফতার করা হয়েছে সন্দেশখালির বিজেপি নেতা বিকাশ সিংহকে।
পুলিশ সূত্রে খবর, হিংসাত্মক ঘটনায় উস্কানি দেওয়ার অভিযোগেই গ্রেফতার করা হয়েছে বিকাশ সিংহকে। তিনি সন্দেশখালি বিধানসভার বিজেপির প্রাক্তন সভাপতি। বিকাশকে জেরা করে হিংসাত্মক ঘটনার সঙ্গে যুক্ত বাকিদের হদিশও পেতে চাইছেন তদন্তকারীরা।