কেম আটকে রাখা হয়েছে বাংলার ১০০ দিনের কাজের টাকা? প্রশ্ন তুলে এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরেই রাহুলের অভিযোগ, ২০২২ সাল থেকে বাংলার জন্য ১০০ দিনের কাজের কোনও টাকা বরাদ্দ করা হয়নি।
সোমবার কংগ্রেসের পক্ষ থেকে রাহুল গান্ধীর এই চিঠি প্রকাশ্যে আনা হয়েছে। বাংলার প্রতি যে প্রতিহিংসামূলক আচরণ করা হচ্ছে, সেই বিষয়টিও চিঠিতে উল্লেখ করেছেন রাহুল।