সন্দেশখালিতে মহিলাদের ওপর ভয়াবহ নির্যাতনের ঘটনার বর্ণনা শুনে শিউরে উঠেছিল গোটা রাজ্য। আর সেই অভিযোগ এবার সরজমিনে খতিয়ে দেখতে এলাকায় উপস্থিত হলেন রাজ্য মহিলা কমিশনের প্রতিনিধিরা।
সোমবার সকালে সন্দেশখালিতে পৌঁছে যান রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে এক প্রতিনিধি দল। স্থানীয় অভিযোগকারী মহিলাদের বাড়ি বাড়ি গিয়ে কথা বলেন তাঁরা। অভিযোগ শুনে লিপিবদ্ধও করে নেন। রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন জানিয়েছেন, মহিলাদের অভিযোগের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।