সন্দেশখালি কাণ্ডে বিধানসভায় তুমুল হইচই বিজেপি বিধায়কদের! ফের সাসপেন্ড হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিক্ষোভকারী ৬ জন বিজেপি বিধায়ক। সোমবার রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার বিধানসভায় ভাষণ দেওয়ার সময়েই, বিক্ষোভ দেখাতে দেখাতে অধিবেশন কক্ষে প্রবেশ করেন শুভেন্দুর নেতৃত্বে বিজেপি বিধায়করা।
শুভেন্দুদের পরনে ছিল, ‘সন্দেশখালির পাশে আছি’ লেখা টিশার্ট। আর তাতেই আপত্তি তোলেন অধ্যক্ষ বিমান ব্যানার্জী। তিনি বলেন, এই ধরনের টিশার্ট পড়ে বিধানসভা কক্ষে আসা যায়না। এরপরে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ওয়েলে বসে বিক্ষোভ দেখাতে থাকেন শুভেন্দুরা। শেষপর্যন্ত অধ্যক্ষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ ৬ বিজেপি বিধায়কদের সাসপেন্ড করার নির্দেশ দেন।