বিজেপির এসপি অফিস অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্র বসিরহাট! মঙ্গলবার দুপুরে লোকাল ট্রেনে করে বসিরহাটে পৌঁছে এসপি অফিসের সামনে চলে আসেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। এরপরে দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে এগিয়ে যেতে থাকেন এসপি অফিসের দিকে।
একের পর এক পুলিশি ব্যারিকেড ভেঙে এগোতে থাকেন বিজেপি কর্মীরা। এসপি অফিসের সামনে শেষ ব্যারিকেডে পৌঁছে যাওয়ার পরে বিজেপি কর্মীদের ছত্রভঙ্গ করতে পাল্টা তাড়া করে পুলিশ। শুরু হয় ইটবৃষ্টি। আহত হন একাধিক বিজেপি কর্মী। সুকান্ত মজুমদারের অভিযোগ পুলিশ ও তৃণমূল কর্মীরা যৌথভাবে ইটবৃষ্টি করেন। এতে তাঁর নিরাপত্তারক্ষীও আহত হন। শেষে এই মুহূর্তে এসপি অফিসের সামনে ধরনায় বসেছেন সুকান্ত মজুমদার সহ বিজেপির নেতা-কর্মীরা।