বহরমপুরে বামেদের আইনঅমান্য কর্মসূচী ঘিরে ধুন্ধুমার! মঙ্গলবার দুপুরে বহরমপুরের টেক্সটাইল মোড়ে জমায়েত হয়ে সন্দেশখালি সহ একাধিক ইস্যুতে বিক্ষোভ দেখাতে শুরু করেন সিপিএমের কর্মী-সমর্থকরা।
সেই সময়েই পুলিশি ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে ব্যাপক হাতাহাতি শুরু হয়ে যায়। পুলিশকে লক্ষ্য করে ইট ছুঁড়তে শুরু করেন বিক্ষোভকারীদের একাংশ। পাল্টা লাঠিচার্জ করে কাঁদানে গ্যাস ফাটিয়ে ভিড় ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। বামেদের অভিযোগ, পুলিশের লাঠির আঘাতে তাদের বেশ কয়েক জন কর্মী আহত হয়েছেন। অন্যদিকে ইটের আঘাতে আহত হয়েছেন কয়েক জন পুলিশকর্মীও।