Sambad Samakal

ED: রেশন দুর্নীতি কাণ্ডে অভিযানে ইডি, ভয়ে বহুতল থেকে মোবাইল ফেলে দিলেন ব্যবসায়ী!

Feb 13, 2024 @ 10:29 am
ED: রেশন দুর্নীতি কাণ্ডে অভিযানে ইডি, ভয়ে বহুতল থেকে মোবাইল ফেলে দিলেন ব্যবসায়ী!

রেশন দুর্নীতি কাণ্ডে ফের তৎপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট! মঙ্গলবার সকাল থেকেই কলকাতা ও সংলগ্ন এলাকার মোট ৬টি ঠিকানায় তল্লাশি অভিযান শুরু করেছেন তদন্তকারী আধিকারিকরা। আর এই তল্লাশি শুরুর আগেই ভয়ে নিজের দু’টি মোবাইল ফোন বহুতল থেকে ফেলে দিলেন এক ব্যবসায়ী!

জানা যাচ্ছে, বাকিবুর রহমান ঘনিষ্ঠ শেয়ার ব্যবসায়ী হানিশ তোশওয়ালের কৈখালির বাড়িতে উপস্থিত হন ইডি আধিকারিকরা। আর তখনই তথ্যপ্রমাণ লোপাটের জন্য নিজের দু’টি মোবাইল ফোন নিচে ফেলে দেন। যদিও পরে ইডির আধিকারিকরা ফোন দু’টি বাজেয়াপ্ত করেছেন।

এছাড়াও বাগুইআটি, সল্টলেকের আইবি ব্লক সহ একাধিক ঠিকানায় তল্লাশি চলছে। ইডি সূত্রে খবর, শংকর আঢ্য ঘনিষ্ঠ জনৈক ব্যবসায়ী বিশ্বজিৎ দাসের একাধিক বাড়ি ও অফিসেও চলছে তল্লাশি অভিযান।

Related Articles