সন্দেশখালি কাণ্ডে উত্তাল রাজ্য রাজনীতি। এই পরিস্থিতিতে স্বতঃপ্রণোদিত ভাবে মামলা দায়ের করল কলকাতা হাইকোর্ট। এমনকী রাজ্য সরকারের কাছ থেকে রিপোর্টও তলব করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি।
এদিন বিচারপতি অপূর্ব সিনহা রায় স্বতঃপ্রণোদিত ভাবে সন্দেশখালি কাণ্ডে মামলা রুজু করেন। মন্তব্য করেন, এটাই সঠিক সময় এই বিষয়ে হস্তক্ষেপ করার। কারণ মানুষ আালতের ওপরে ভরসা করেন।
এদিন বিচারপতি অপূর্ব সিনহা রায় নির্দেশ দিয়েছেন, আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে রাজ্যকে সন্দেশখালি কাণ্ডে বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে আদালতে। সেই রিপোর্ট দেখে পরবর্তী পদক্ষেপ চূড়ান্ত করা হবে। এই মামলা আদালত বান্ধব হিসেবে নিয়োগ করা হয়েছে বিশিষ্ট আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়কে।