আগামী ২১ ফেব্রুয়ারি পাঞ্জাব সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে, সরকারি তহবিল থেকে একশো দিনের কাজের টাকা ছাড়ার পরেই পাঞ্জাবের উদ্দেশে উড়ে যাবেন তিনি।
ওইদিনই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের সঙ্গে একান্ত বৈঠকে বসতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী। এছাড়াও অমৃতসরের স্বর্ণ মন্দিরেও পুজো দেবেন মমতা। লোকসভা নির্বাচনের প্রাক্কালে দুই অবিজেপি সরকারের মুখ্যমন্ত্রীর এই বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।