মঙ্গলবার দুপুরে সন্দেশখালিতে ১৪৪ ধারা বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আর এদিন মধ্যরাতেই অশান্তির আশঙ্কায় সন্দেশখালির বেশ কয়েকটি এলাকা চিহ্নিত করে ১৪৪ ধারা জারির বিজ্ঞপ্তি প্রকাশ করল পুলিশ-প্রশাসন। বুধবার সরস্বতী পুজোর দিন সকাল থেকেই মাইকে প্রচার শুরু করেছে পুলিশ।
জানা যাচ্ছে, সন্দেশখালির মোট সাতটি গ্রাম পঞ্চায়েতের ১৯ স্থানে জারি হয়েছে ১৪৪ ধারা। যদিও চালু রয়েছে ইন্টারনেট পরিষেবা। কোন যায়গায় যাতে জমায়েত না হয়, সেদিকে নজর রাখছে প্রশাসন। মোতায়েন করা হয়েছে আরও অতিরিক্ত বাহিনী।