দিন কয়েক আগেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে তৃণমূলের তারকা-সাংসদ দেব জানিয়ে দিয়েছিলেন, তিনি রাজনীতি ছাড়তে চাইলেও, রাজনীতি তাঁকে ছাড়বেনা। ঠিক সেদিনই দেবকে খোঁচা দিয়ে ইডি-সিবিআইয়ের মামলার কথা মনে করিয়ে দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বৃহস্পতিবার জানা গেল, আগামী ২১ ফেব্রুয়ারি দিল্লির সদর দফতরে তৃণমূলের তারকা-সাংসদ দেবকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ওয়াকিবহাল মহলের একাংশের মতে, শুভেন্দুর মন্তব্যের পরেই দেবের বিরুদ্ধে ফের তৎপরতা শুরু করেছে কেন্দ্রীয় এজেন্সি।
এপ্রসঙ্গে তৃণমূলের পক্ষ থেকে কড়া প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের অভিযোগ, রাজনৈতিকভাবে প্রতিহিংসাপরায়ণ হয়েই দেবকে কেন্দ্রীয় এজেন্সি তলব করেছে। সমস্তটাই হচ্ছে বিজেপির ইশারায়। যেহেতু দেব তৃণমূলের সঙ্গে আছেন, তাই তাঁকে হেনস্তা করা হচ্ছে।