অসুস্থ হয়ে গত দু’দিন ধরে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। সারাক্ষণ পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসক, নার্সরা। হাতে চ্যানেল নিয়ে হাসপাতালের বেডে শুয়ে রয়েছেন। তবে এত অসুস্থতার মধ্যেও কর্তব্য থেকে সরতে নারাজ
রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম।
সংবাদ মাধ্যমে প্রকাশ, অসুস্থ শরীরেই অ্যাম্বুলেন্সে চেপে শুক্রবার বিধানসভা যাবেন তিনি। ঘনিষ্ঠ মহলে পুরমন্ত্রী জানিয়েছেন, শুক্রবার বিধানসভায় একটি অতি গুরুত্বপূর্ণ বিল পেশ হওয়ার কথা রয়েছে। যার জন্য তাঁকে ওইদিন বিধানসভায় যেতেই হবে। হাসপাতাল থেকে কবে ছুটি পাবেন জানেন না। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষকে তিনি জানিয়েছেন, কিছুক্ষণের জন্য ছুটি নিয়ে তাঁকে যেতেই হবে বিধানসভায়। সেই মতো ব্যবস্থাও করে ফেলেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। সূত্রের খবর, বিশেষ অ্যাম্বুল্যান্সে চিকিৎসক, নার্সের সঙ্গে হাতে স্যালাইনের চ্যানেল নিয়ে দুপুর দেড়টা নাগাদ বিধানসভায় পৌঁছবেন পুরমন্ত্রী। ১.৪৫ নাগাদ বিল পেশ করার পর ঘণ্টাখানেক থেকে ফের চলে যাবেন হাসপাতালে। পাশাপাশি, একইভাবে শনিবার কলকাতা পুরসভার বাজেট অধিবেশনেও যোগ দেবেন বলে ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম।
