কেন্দ্রীয় প্রকল্পে একশো দিনের কাজ করেও যে শ্রমিকরা টাকা পাননি, তাদের বকেয়া আগামী ২১ ফেব্রুয়ারি মিটিয়ে দেওয়া হবে বাজেটে ঘোষণা করেছিল রাজ্য সরকার। বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, ওই টাকা পৌঁছতে আরও অতিরক্তি এক সপ্তাহ সময় লাগবে।
কেন এই দেরি, নিজেই তার ব্যাখ্যাও দিয়েছেন মমতা। এদিন মুখ্যমন্ত্রী জানান, প্রথমে ২১ লক্ষ শ্রমিককে চিহ্নিত করা হয়েছিল। কিন্তু পরে দেখা যায়, সংখ্যাটা দাঁড়িয়েছে ২৪ লক্ষ ৫০ হাজারে। ফলে অতিরিক্ত শ্রমিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা সহ আনুষাঙ্গিক কাজের জন্য ১ মার্চ থেকে বকেয়া মেটানোর কাজ শুরু করবে রাজ্য সরকার।