নির্বাচনী বন্ডের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর অর্থ সংগ্রহ ‘অসাংবিধানিক’! বৃহস্পতিবার ঐতিহাসিক রায়ে এমনটাই জানিয়ে দিল সুপ্রিমকোর্ট। এদিন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চ জানিয়ে দিল, নির্বাচনী বন্ডের মাধ্যমে অর্থ সংগ্রহ বেআইনি।
সুপ্রিমকোর্টের পক্ষ থেকে দেশের সমস্ত ব্যাঙ্ককে আপাতত নির্বাচনী বন্ড বিক্রি বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও সুপ্রিমকোর্টের পর্যবেক্ষণ, কারা এই বন্ড কিনে, কত টাকা খরচ করছেন, তা সর্বসমক্ষে না আনা তথ্যের অধিকার আইনের পরিপন্থী। তাই নির্বাচন কমিশনকে এই সংক্রান্ত তথ্য প্রকাশ করতে হবে। ওয়াকিবহাল মহলের একাংশের মতে, চব্বিশের লোকসভা নির্বাচনের আগে সুপ্রিমকোর্টের এই নির্দেশ, রাজনৈতিক দলগুলোকে বেশ কিছুটা চাপে ফেলল।