আসন্ন লোকসভা নির্বাচনে বাংলার জন্য রেকর্ড পরিমাণ কেন্দ্রীয় বাহিনী চাইল জাতীয় নির্বাচন কমিশন! জানা যাচ্ছে, গোটা দেশের মধ্যে বাংলায় সবথেকে বেশি পরিমাণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে চেয়ে ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে চিঠি পাঠানো হয়েছে।
জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে বাংলায় ৯২০ কোম্পানি বাহিনী মোতায়েন করার অনুরোধ জানানো হয়েছে। এরপরেই দ্বিতীয় স্থানে রয়েছে জম্মু-কাশ্মীর। সেখানে ৬৩৫ কোম্পানি বাহিনী মোতায়েন করার পরিকল্পনা করা হয়েছে।