Sambad Samakal

ED: চাকরি বিক্রির টাকায় প্রোমোটিং! পার্থ ঘনিষ্ঠর বাড়িতে ইডি

Feb 16, 2024 @ 11:47 am
ED: চাকরি বিক্রির টাকায় প্রোমোটিং! পার্থ ঘনিষ্ঠর বাড়িতে ইডি

চাকরি বিক্রির টাকা বিনিয়োগ করা হয়েছে প্রোমোটিং ব্যবসায়! এবার ইডির নজরে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্ত চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ ব্যবসায়ী। শুক্রবার সকাল থেকেই নাকতলার ব্যবসায়ী রাজীব দে’র বাড়িতে তল্লাশি চালাচ্ছেন ইডির তদন্তকারী আধিকারিকরা।

জানা যাচ্ছে, পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ ব্যবসায়ী রাজীব দে’র সংস্থা ‘শ্রীরাম কনস্ট্রাকশন’। চাকরি বিক্রির কোটি কোটি কালো টাকা ওই সংস্থার মাধ্যমে হাতবদল হয়েছে বলে দাবি ইডির। ব্যবসায়ী রাজীব দে সহ তাঁর পরিবারের সদস্যদেরও জেরা করছপন তদন্তকারীরা।

Related Articles