সন্দেশখালি যেতে একাধিকবার পুলিশি বাধার মুখোমুখি হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তখনই আদালতের দারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের এজলাসে মামলা করলেন তিনি।
শুভেন্দুর আইনজীবীদের দাবি, কলকাতা হাইকোর্ট সন্দেশখালিতে ১৪৪ দারা বাতিলের নির্দেশ দেওয়ার পরেও, নতুন করে আইনের অজুহাতে বিরোধী নেতাদের আটকে দেওয়া হচ্ছে। তাই আদালত অবিলম্বে এই বিষয়ে হস্তক্ষেপ করুক। জানা যাচ্ছে, ইতিমধ্যেই মামলা দায়েরে অনুমতি দেওয়া হয়েছে। আগামী সোমবার শুনানির সম্ভাবনা রয়েছে।