Sambad Samakal

Idrish Ali: মারণ ক্যান্সার কেড়ে নিল প্রাণ, প্রয়াত তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলি

Feb 16, 2024 @ 10:13 am
Idrish Ali: মারণ ক্যান্সার কেড়ে নিল প্রাণ, প্রয়াত তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলি

মারণ রোগ ক্যান্সার কেড়ে নিল প্রাণ। প্রয়াত তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলি। শুক্রবার রাত ২.৩০ মিনিট নাগাদ হাওড়ার একটি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রয়াণকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। দীর্ঘদিন ধরেই ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। কিন্তু শেষরক্ষা হল না।

পেশায় আইনজীবী ইদ্রিশ আলি তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকেই সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন। ২০১৪ সালে বসিরহাট লোকসভা থেকে সাংসদ হয়েছিলেন। পরে মুর্শিদাবাদের ভগবানগোলার বিধায়ক নির্বাচিত হন। দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতার কারণে রাজ্য রাজনীতির হেডলাইনের বাইরে ছিলেন তিনি। তবে বিভিন্ন সময়ে তাঁর বিতর্কিত মন্তব্য তুমুল বিতর্ক তৈরি করেছিল। শুক্রবার বিকেলে পার্কস্ট্রিটে শেষকৃত্য সম্পন্ন হবে প্রয়াত বিধায়ক ইদ্রিশ আলির।

Related Articles