Sambad Samakal

Mamata: “তিলকে তাল”! সন্দেশখালি নিয়ে বিস্ফোরক কী অভিযোগ মমতার?

Feb 18, 2024 @ 4:10 pm
Mamata: “তিলকে তাল”! সন্দেশখালি নিয়ে বিস্ফোরক কী অভিযোগ মমতার?

সন্দেশখালির ঘটনা নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, “সন্দেশখালিতে তিলকে তাল করে দেখানো হয়েছে”। শুধু তাই নয়, জোট বেঁধে ইডি এবং তাদের “বন্ধু” বিজেপি সেখানে গিয়ে গোলমালে ইন্ধন দিয়েছে বলেও মন্তব্য মুখ্যমন্ত্রীর। রবিবার বীরভূমের সিউড়িতে প্রশাসনিক অনুষ্ঠানে সন্দেশখালি কাণ্ড নিয়ে এভাবেই আরও একবার কেন্দ্রের শাসকদলের দিকে অভিযোগের আঙুল তুললেন মমতা।

মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘‘সন্দেশখালিতে একটা ঘটনা ঘটেছে। ঘটনা ঘটানো হয়েছে। প্রথমে ইডি-কে পাঠিয়েছে। তারপর তাদের বন্ধু বিজেপি ঢুকেছে। তিলকে তাল করা হয়েছে। শান্তির পরিবর্তে আগুন লাগাচ্ছে। আমি অফিসার পাঠাব, যাঁর যা অভিযোগ আছে, বলবেন। কেউ যদি কিছু নিয়ে থাকে, সব ফেরত দেওয়া হবে।’’ পাশাপাশি নারী নির্যাতনের প্রসঙ্গও তোলেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘‘আজ পর্যন্ত কোনও মহিলা কোনও অভিযোগ করেননি। আমি পুলিশকে বলি, স্বতঃপ্রণোদিত ভাবে পদক্ষেপ করতে। আমাদের ব্লক প্রেসিডেন্ট গ্রেফতার হয়েছেন। আমি কিছু বললে, করে দেখাই। ভাঙড়ে আরাবুলও তো গ্রেফতার হয়েছে। ও তো আমাদের কর্মী! তোমরা কত জনকে গ্রেফতার করেছ?’’

Related Articles