রাজ্যের বিভিন্ন প্রান্তে আম জনতার আধার কার্ড বাতিল নিয়ে রীতিমতো সোরগোল পড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে নয়া ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী জানান, যাদের আধার কার্ড বাতিল হয়েছে, তাদের চিন্তার কোনও কারণ নেই। প্রয়োজনে তাদের জন্য নয়া পরিচয়পত্র তৈরি করবে রাজ্য সরকার। এজন্য পরিকল্পনা করা হচ্ছে বলেও জানান মুখ্যমন্ত্রী।
তিনি বলেন, “আধার কার্ড বাতিল হলেও গরীব মানুষের সরকারি প্রকল্পের সুবিধা পেতে কোনও অসুবিধা হবেনা। আমরা প্রয়োজনে বিশেষ ক্যাম্প করে সরকারি সুবিধা পৌঁছে দেব। মঙ্গলবার থেকেই রাজ্য সরকারের নতুন ওয়েবসাইট খুলে দেওয়া হবে। ‘আধার গ্রিভ্যান্স’ সংক্রান্ত এই পোর্টালে, যাদের আধার কার্ড বাতিল হয়েছে, তারা আবেদন করতে পারবেন। রাজ্য সরকার প্রয়োজনীয় সমস্ত রকম ব্যবস্থা নেবে।”