Sambad Samakal

Women Commission: সন্দেশখালিতে জাতীয় মহিলা কমিশন, চোপড়ায় নয় কেন? প্রশ্ন তৃণমূলের

Feb 19, 2024 @ 2:51 pm
Women Commission: সন্দেশখালিতে জাতীয় মহিলা কমিশন, চোপড়ায় নয় কেন? প্রশ্ন তৃণমূলের

সোমবার সকালেই সন্দেশখালিতে পৌঁছেছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। একান্তে স্থানীয় মহিলাদের কাছ থেকে অভিযোগ শুনছেন তিনি। এই পরিস্থিতিতে কেন চার জন শিশু মৃত্যুর ঘটনা সম্পর্কে জানতে চোপড়ায় যাবেনা, মহিলা কমিশন, সেই প্রশ্ন তুললেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা।

এদিন রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী শশী পাঁজা বলেন, “জাতীয় মহিলা কমশিনের চেয়ারপার্সন সন্দেশখালিতে গিয়েছেন। কিন্তু যেখানে বিএসএফের গাফিলতিতে মাটি চাপা পড়ে চারটি শিশুর মৃতুহল, সেখানে কেন জাতীয় মহিলা কমিশন, শিশু অধিকার সুরক্ষা কমিশন যাবেনা? কেন পক্ষপাতদুষ্ট নজরে দেখা হবে এই ঘটনাকে!”

Related Articles