প্রয়াত হলেন বিশিষ্ট বেতার উপস্থাপক আমিন সায়ানি। প্রয়ানকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। মঙ্গলবার মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
হিন্দি উপস্থাপক হিসেবে বেতার জগতে প্রথম পা রাখেন আমিন সায়ানি। স্বাধীনতা পরবর্তী সময়ে বেতারে হিন্দি উপস্থাপনার ওপরে বিশেষ জোর দেন তিনি। ১৯৫২ সালে ‘গীতমালা’ নামের একটি বেতার অনুষ্ঠান জনপ্রিয় করে আমিন সায়ানির কন্ঠস্বরকে। হিন্দি গানের সঙ্গে তাঁর কন্ঠস্বরের যুগলবন্দি মাতিয়ে দেন শ্রোতাদের। ১৯৯৪ সাল পর্যন্ত ‘গীতমালা’ অনুষ্ঠান নিয়মিত প্রচার করা হয় রেতারে। আমিন সায়ানির প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে গোটা দেশের সংস্কৃতি জগতে।