ফসলের ন্যায্য দাম, ন্যুনতম সহায়ক মূল্য বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে মোদি সরকারের বিরুদ্ধে নতুন করে পথে নেমেছেন কৃষকরা। পাঞ্জাব, হরিয়ানা থেকে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন তারা। গত সপ্তাহে দিল্লি সীমান্তে পুলিশি বাধা পেয়ে আন্দোলন খানিকটা স্তিমিত হলেও, নতুন উদ্যমে ফের জমায়েত শুরু করেছেন কৃষকরা।
জানা যাচ্ছে, বুধবার নতুন করে পুলিশি ব্যারিকেড ভেঙে দিল্লিতে প্রবেশের চেষ্টা চালাবেন আন্দোলনকারী কৃষকরা। এজন্য গ্যাস মাস্ক, বিশেষ বডি জ্যাজেট, পে-লোডার, ট্রাক্টর জোগাড় করেছেন তারা। পুলিশ বাধা দিলে পাল্টা প্রতিরোধ গড়ে তোলারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ফলে দিল্লি সীমান্তে নতুন করে অশান্তির আশঙ্কা তৈরি হচ্ছে।