Sambad Samakal

Weather: মেঘলা আাকাশ, লাগাতার চড়ছে তাপমাত্রার পারদ, বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায়?

Feb 21, 2024 @ 9:23 am
Weather: মেঘলা আাকাশ, লাগাতার চড়ছে তাপমাত্রার পারদ, বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায়?

বুধবার সকাল থেকেই মুখ ভার শহর কলকাতার আকাশের। রোদের দেখা না মিললেও তাপমাত্রার পারদ এক ধাক্কায় বেশ কয়েক ডিগ্রি বেড়েছে। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণবঙ্গ ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে এদিন বিক্ষিপ্তভাবে বজ্র-বিদ্যুৎ সহ দু-এক পশলা বৃষ্টিপাত হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই চব্বিশ পরগনা, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে দুপুরের পর থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এখনই ভারী বৃষ্টি হবেনা। আগামী কয়েক দিন আবহাওয়া পরিস্থিতির প্রায় একই রকম থাকবে।

বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৯১ শতাংশ।

Related Articles